নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আরজিনা বেগম (৩২) নামে তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাদঁখানা ইউনিয়নের বগুলাগাড়ী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আরজিনা বেগম ওই গ্রামের করিম উদ্দিনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, অটোচালক করিম বুধবার রাতে তার ঘরের পাশে অটোবাইক চার্জের জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী আরজিনা বেগম অটোবাইকের সংযোগ খুলতে গেলে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ভিন্নবার্তা/এসআর