নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে আজ শনিবার বিকেলে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে মাগুড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলিন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল। প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মফিজুল হক, মাগুড়া ইউনিয়ন বিট অফিসার এসআই মোঃ নূরুন্নবী সরকার, মাগুড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাধারণ জনগণ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সাংসদ আদেল বলেন- বর্তমান সরকার জনগণকে পুলিশিং সেবা দিতে বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং কক্ষ স্থাপন করা হয়েছে।
প্রধান বক্তা নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন- “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”। তাই জনগণের দোরগোড়ায় সেবা দোরগোড়ায় পৌছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম। এ কার্যক্রমের ফলে সাধারণ জনগণকে আর থানায় যেতে হবে না। তারা ঘরে বসেই নিজ ইউনিয়ন পরিষদে সেবা পাবেন। তিনি আরও বলেন- কথায় বিশ্বাসী নই, কাজেই আমরা বিশ্বাসী। তাই আমরা অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।পরে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।
ভিন্নবার্তা/এসআর