নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া মাঝাপাড়া গ্রামে বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মকফার রহমানের ছেলে।
আজ বুধবার দুপুর ২টার সময় এ ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বুধবার দুপুর ২টার দিকে জিল্লুর রহমান( ৪০) তার বাড়ির পার্শ্ববর্তী আমন ধান ক্ষেত দেখতে গেলে সেখানে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে এক পর্যায়ে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন জিল্লুর রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051