বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে উত্তরবঙ্গ তথা নীলফামারীর কিশোরগঞ্জের কৃতিসন্তান ও সংগ্রামী সাবেক ছাত্রনেতা নাফিউল করিম নাফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায়, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বের করেন কিশোরগঞ্জ উপজেলাবাসী।
গতকাল, বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে সর্বস্তরের জনগণ ওই মিছিলে যোগ দেন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফাকে পদোন্নতি দিয়ে এবারের কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
তৃণমূলে দলকে সুসংগঠিত ও সঠিকভাবে নেতৃত্ব দেওয়ায় তাঁর এই পদোন্নতি। নাফিউল করিম নাফাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ায় লৌহ মানবী, মানবতার প্রতিধ্বনির জয়যাত্রার রূপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাঃ সম্পাদককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখাসহ অত্র উপজেলার বিভিন্ন নেতাকর্মী।
ভিন্নবার্তা/এসআর