হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো এক দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন। নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সফরে দু’টি চুক্তি সই হতে পারে। সফরে বাণিজ্য ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ