1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কালা চির সুন্দর

- প্রবীণ কুমার বালা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৬:৪৯ pm

সব রঙ মুছে গেলে অন্ধকার হাসে-
জীবন টা মিশে যায় আঁধারের সাথে।
রঙ ধনুর কালা রঙ ছবি এঁকে চলে-
সব রঙ ছেড়ে যায়–, কালা সাথে থাকে।
এই যে বসন্ত! রঙের সপ্ত ডিঙা বেয়ে চলে-
সব রঙ ফিকে হয় কালোর অভাবে।
চোখ বুজে দেখো— শুধু এক রঙ পাবে-
লাল নীল গোলাপী হলুদ কমলা বেগুনী সব হারাবে।
সৃষ্টির শুরুতে ছিল অন্ধকার—-
সব শেষে আবার ঘিরবে আঁধার।
একদিন যবে নিভে যাবে নয়নের জ্যোতি-
হারাবে রঙের মেলা, দেখা দেবে রঙ মসী।
হতে হবে আঁধারের খেয়া পার-
তমশায় ঘেরা উন্মত্ত পারাবার।
সব রঙ মিশে যাবে আঁধারের গায়-
কেনো করি বলো ভাই আঁধারে ভয়!
সব রঙ ফাঁকি দেয় কালা কভু নয়—
কালা চির সুন্দর সদা সাথে রয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ