সব রঙ মুছে গেলে অন্ধকার হাসে-
জীবন টা মিশে যায় আঁধারের সাথে।
রঙ ধনুর কালা রঙ ছবি এঁকে চলে-
সব রঙ ছেড়ে যায়–, কালা সাথে থাকে।
এই যে বসন্ত! রঙের সপ্ত ডিঙা বেয়ে চলে-
সব রঙ ফিকে হয় কালোর অভাবে।
চোখ বুজে দেখো— শুধু এক রঙ পাবে-
লাল নীল গোলাপী হলুদ কমলা বেগুনী সব হারাবে।
সৃষ্টির শুরুতে ছিল অন্ধকার—-
সব শেষে আবার ঘিরবে আঁধার।
একদিন যবে নিভে যাবে নয়নের জ্যোতি-
হারাবে রঙের মেলা, দেখা দেবে রঙ মসী।
হতে হবে আঁধারের খেয়া পার-
তমশায় ঘেরা উন্মত্ত পারাবার।
সব রঙ মিশে যাবে আঁধারের গায়-
কেনো করি বলো ভাই আঁধারে ভয়!
সব রঙ ফাঁকি দেয় কালা কভু নয়—
কালা চির সুন্দর সদা সাথে রয়।