কিশোরগঞ্জে বিয়ের জন্য কথিত প্রেমিককে অপহরণের অভিযোগে এক নারী আইনজীবী গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করার জন্য আদালতের নির্দেশে তাকে জেলে পাঠিয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষানবীশ আইনজীবী আফরোজা জামান রুনা’র বাসা কিশোরগঞ্জ শহরের গাইটাল শ্রীনগর এলাকায়। গত ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ৯টার দিকে কর্মস্থলে আসার সময় জেলা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে অপহরণের অভিযোগ করেন আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল।
পরে তাকে রুনার বাসা থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ওই রাতেই রুনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিক্ষানবীশ আইনজীবী আফরোজা জামান রুনার সঙ্গে দীর্ঘদিন ধরে আইনজীবী মোস্তফা আলম হিমেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য রুনা প্রায়ই হিমেলকে চাপ দিয়ে আসছিলেন। এসব নিয়ে সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
এরই জের ধরে মঙ্গলবার সকালে হিমেলকে বিয়ে করার জন্য কিছু লোকজন নিয়ে তাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যান রুনা। খবর পেয়ে পুলিশ হিমেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার অভিযোগের ভিত্তিতে রুনাকে গ্রেপ্তার করা হয়। পরে সে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ