সারা দেশের কারাগারগুলোতে ২৫ জনের করোনা পজিটিভ ধরা পরেছে। এছাড়া করোনা সন্দেহে ৯৩ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন বা কোয়ারেন্টিনে আছেন তারা কারা হাসপালের চিকিৎসক, কারারক্ষী, কারাগারের স্টাফ এবং বন্দি।
শুক্রবার কারা অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্রমতে, যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুইজন বন্দি, ২২ জন কারারক্ষী এবং একজন চিকিৎসক রয়েছেন।
করোনা পজিটিভ দুই বন্দির মধ্যে একজন বিনাশ্রম সাজাপ্রাপ্ত। অপরজনের মামলা বিচারাধীন। তাদের একজন কেরাণীগঞ্জ কারাগারের বন্দি। তিনি বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরজন পঞ্চগড় কারাগারের বন্দি। তার বাড়ি ঠাকুরগাঁও। বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
করোনা পজিটিভ ২২ কারারক্ষীর মধ্যে ২১ জনই ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্টাফ। আর একজন রংপুর কেন্দ্রীয় কারাগারের। ঢাকা কেন্দ্রীয় কারাগারের আক্রান্ত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), বিএসএমএমইউ এবং বক্ষব্যাধিসহ বিভিন্ন হাসপাতালে ডিউটিতে ছিলেন। তাদের মধ্যে ২ জন জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে, ১০ জন মিরপুর ম্যাটার্নিটিতে এবং অপর ৯ জন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এছাড়া রংপুর কেন্দ্রীয় কারাগারের আক্রান্ত কারারক্ষী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কারা সূত্র জানায়, কোয়ারেন্টিনে থাকা ৯৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৬ জন কারারক্ষী ও ১৪ জন বন্দি, সিলেট বিভাগে ১ জন কারারক্ষী ও ১ জন হিসাবরক্ষক, রংপুর বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ১ জন কারারক্ষী, চট্টগাম বিভাগে ১০ জন কারারক্ষী ও ২২ জন বন্দি আছেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, গত রোববার তার কারাগারের একজন ডাক্তারের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার নাম ডা. ইনজামামুল হক। তিনি বাসাতেই অবস্থান করছেন। ডাক্তারের করোনা পজিটিভ ধরা পড়ার পর কারাগারজুড়ে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এরইমধ্যে নয়জন বন্দি ও সাতজন স্টাফকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই