রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হযরত আলী (৮৫), তিনি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএম/শিরোনাম বিডি