জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। একটি বাগানে নিয়ে তাকে ৫ জন মিলে রাতভর ধর্ষণ করে ফেলে যায় বলে জানিয়েছেন ওই তরুণী।
সোমবার (১৭ মে) নরুন্দি তদন্ত কেন্দ্রে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। ধর্ষণের সঙ্গে জড়িত ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত রোববার (১৬ মে) রাতে জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের ১ম বর্ষের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফয়সাল নামে এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে চলে যায়। এ সময় ওই ছাত্রীকে ধর্ষণ করতে আরও ৪ জনকে সহযোগিতা করে ফয়সাল। পরে কলেজছাত্রী বাড়িতে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বললে রাতেই নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে আইনি সহায়তা নিতে আসে ছাত্রীর পরিবার। পুলিশ কলেজ ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানিয়েছেন, কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলা দায়েরের আগে ধর্ষক ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন