নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা কলেজ প্রাঙ্গণে কলমাকান্দা কলেজ ছাত্রদলের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল।
নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনের সভাপতিত্বে এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুল, সিনি: যুগ্ন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সাইদ ইমরান, কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ, সদস্য সচিব শেখ রবিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিহাব আহম্মেদ রাসেল সদস্য সচিব মুকাম্মেল হকসহ ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।
ভিন্নবার্তা ডটকম/এন