1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা বিস্ফোরক দ্রব্য মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া আবেদন খারিজ, ট্রাইব্যুনালেই চলবে জুলাই গণহত্যার বিচার  ‘নায়িকার অনুরোধে বরফের উপর ডিগবাজি দিতে হলো’ বাণিজ্যে বৈচিত্র্য আনতে মিশনগুলোর সঙ্গে বসেছে পররাষ্ট্র মন্ত্রণাল সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান কুড়িগ্রামের রৌমারী মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত

করোনা পরিক্ষা করা যাবে যে হাসপাতাল-ল্যাবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ৭:১১ pm

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার আইইডিসিআর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন। এ ভাইরাসে মারা গেছেন তিনজন। এ খবরে দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস শনাক্তের জন্য ঢাকাসহ দেশের ১৭টি জায়গায় পরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকলে নিকটস্থ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করলে পরীক্ষা করানো যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট), আইসিডিডিআরবি, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ), আইডিইএসএইচআই (আইদেশী), ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন, ঢাকা মেডিক্যাল কলেজ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের পরীক্ষা ব্যবস্থা রয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, রংপুর মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

করোনা পরীক্ষাগারে যোগাযোগের মাধ্যম :

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনার লক্ষণ থাকলে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিআরের হটলাইনে যোগাযোগ করলে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া, হাসপাতালগুলোর আউটডোরে আসলে চিকিৎসকরা করোনা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিলে নমুনা সংগ্রহ করা হবে।

এছাড়া, করোনার লক্ষণ থাকলে পরীক্ষাকেন্দ্রগুলোর নাম্বারগুলোতেও যোগাযোগ করা যাবে-

আইইডিসিআর: 02-9898796, জনস্বাস্থ্য ইনস্টিটিউট : 02-8821361, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস : 031-2780426, সিএইচআরএফ :  02-48110117, আইসিডিডিআর’বি:09666-771100,  আইডিইএসএইচআই (আইদেশী): 01793-163304, ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন: 02-9139817,রংপুর মেডিক্যাল কলেজ: 0521-63388, রাজশাহী মেডিক্যাল কলেজ: 0721-772150, ঢাকা মেডিক্যাল কলেজ: 02-55165088, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ: 091-66063, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল: 0821-713667, খুলনা মেডিক্যাল কলেজ: 041-760350 শেরে বাংলা মেডিক্যাল কলেজ: 0431-2173547, কক্সবাজার মেডিক্যাল কলেজ: 01821-431144, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি: 01769-016616, বিএসএমএমইউ : 01866-637482

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ