রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাড়িতে বসবাসকারী এক বৃদ্ধ করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পল্লবীর বাড়িটির বাসিন্দা ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই বাড়িতে ১০টি পরিবার থাকে। শনিবার সকাল থেকে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদের চলাচল সীমিত করা হয়েছে।
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৯০ বছর এবং অন্যজনের বয়স ৬৮ বছর।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। আর এখনও চিকিৎসা নিচ্ছেন ৩২ জন। এদের মধ্যে হাসপাতালে ২০ জন এবং বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন ১২ জন।
ভিন্নবার্তা ডটকম/এসএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051