লকডাউনের নিয়ম শিথিলের পর ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
এমন উদ্বেগজনক খবরের মাঝেই জানা গেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হানা দিয়েছে করোনাভাইরাস।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। তার আক্রান্তের পর পরই আরও ৩৫ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য আসেনি।
তবে নাম না প্রকাশ করার শর্তে ওই মন্ত্রণালয়ের ২ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, মঙ্গলবার প্রতিরক্ষা সচিব অজয় কুমারের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সংস্পর্শে কারা কারা এসেছিলেন, সে খোঁজ চলছে এখন।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অজয় কুমার করোনায় আক্রান্ত হয়েছেন জানার পর পর সাউথ ব্লকে রাইসিনা হিলসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে কর্মরত কমপক্ষে ৩৫ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সাউথ ব্লকের প্রথম তলায় রয়েছে প্রতিরক্ষা সচিবের কার্যালয়। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধানসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারও অফিস কক্ষ সাউথ ব্লকের প্রথম তলায় রয়েছে।
যে কারণে পুরো ব্লকটির সব কার্যক্রম আপাতত বন্ধ করে স্যানিটাইজ করা হচ্ছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, অজয় কুমার আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অফিসে আসেননি।