প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই ভারতের দিল্লিতে শুক্রবার আঘাত হানলো ভূমিকম্প। রিখটার স্কেলে এর ছিল মাত্রা ৪ দশমিক ৬।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হঠাত কম্পনে সাধারণ মানুষের মধ্যে ছোটাছুটি শুরু হয়।নিরাপদ স্থানের খোঁজে অনেকেই বিভিন্ন জায়গায় ছুটে যান। তবে এখন পর্যন্ত হতাহত ও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ভূতাত্ত্বিক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হরিয়ানা প্রদেশের রোহতকের কাছে। উৎসস্থলের গভীরতা ৩.৩ কিলোমিটার। রাত ঠিক ৯ টা ৮ মিনিটে কম্পন অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন।