করোনা ভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে এমন ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটিতে এই করোনার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা রোগী শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সম্প্রতি এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে কথাও বলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণের মেশিন রয়েছে।
প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে চিঠি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর মেশিন রয়েছে। প্রয়োজনে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়েও করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই