করোনা কারণে এবার কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিবছর করদাতারা এই মেলার মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। তবে বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে এনবিআর।
বুধবার এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা।
আরিফা শাহানা বলেন, করোনার কারণে এবার কর মেলার আয়োজন হচ্ছে না। তবে মাঠপর্যায়ের কর অফিসে করদাতারা যেন মেলার মতো সুবিধা পান, সেই ব্যবস্থা করা হবে।
২০১০ সাল থেকে কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। ওই বছর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে প্রথম কর মেলা অনুষ্ঠিত হলেও এরপর থেকে সব বিভাগীয় শহর এবং জেলা-উপজেলাতেও কর মেলার আয়োজন করা হয়।
১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী কর মেলা হয় । এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৮টি উপজেলায় দুই দিনব্যাপী এই মেলা হয়। কিন্তু করোনার এই উদ্ভূত পরিস্থিতিতে এবার আর এই কর মেলা হচ্ছে না।
উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ অনুযায়ী- আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বার্ষিক আয়কর বিবরণী দাখিল করা যাবে।
ভিন্নবার্তা/এসআর