দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৬ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ৮৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।
শনিবার (১৮ এপ্রিল) আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে এ ব্রিফিং হয়।
তিনি বলেন, নতুন শনাক্ত রোগীদের বয়স , ২১-৩০ বছরের মধ্যে ২৭ ভাগ, ৩১-৪০ বছরের মধ্যে ২২ ভাগ, ৪১-৫০ বছরের মধ্যে ১৯ ভাগ। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও বাকিরা মহিলা।
নতুন আক্রান্তদের এলাকা ভিত্তিক হিসেবে দেখা গেছে, সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে, এরপরে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ বলে জানান আইইডিসিআর পরিচালক।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ২৬৬ জনের।