নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর জিসা মনি ‘অপহরণ, ধর্ষণ ও হত্যার’ দায় স্বীকার করা কথিত প্রেমিক আব্দুল্লাহ ও অটোচালক রকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান জামিনের আদেশ দেন। এর আগে গত বুধবার আব্দুল্লাহ জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত ৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, জিসা মনি অপহরণের ঘটনায় আসামি আব্দুল্লাহ ও রকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত ৪ জুলাই কিশোরী জিসা মনি শহরের দেওভোগের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি ও মামলা করে তার পরিবার। মামলায় পুলিশ জিসা মনির কথিত প্রেমিক আব্দুল্লাহ, অটোচালক রকিব ও নৌকার মাঝি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে ৯ আগস্ট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তারা স্বীকার করে, ‘জিসাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়েছে তারা।’ কিন্তু জিসা মনি ৫১ দিন পর গত ২৩ আগস্ট জীবিত ফিরে এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রশ্ন ওঠে মামলার তদন্ত আর জবানবন্দি নিয়ে। এ ঘটনায় জেলা পুলিশ সুপার দুটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তদন্তকর্তা এসআই শামীম আল মামুনকে সাসপেন্ড করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ