সাপ্তাহিক দেশসময় পত্রিকার উপসম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক হাসান আল বান্না করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় উন্নত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক মহল থেকে দেশবাসীর নিকট তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য যে, হাসান আল বান্না বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক এবং কলকাতা ও দিল্লি থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লিখেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও মাস মিডিয়া এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষক। হাসান আল বান্না করোনাকালীন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ কলাম লিখে সর্বমহলে প্রশংসনীয় হয়েছেন।
ভিন্নবার্তা/এসআর