ইন্টারনেটে থাকা বিতর্কিত ওয়েব সিরিজগুলোর অশ্লীল অংশ সরাতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম নিয়ে একটি রেগুলেশন কেন তৈরি করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমদ। আইজিপিসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে হাইকোর্টের আগের আদেশ অনুযায়ী, দেশে যারা অশ্লীল কনটেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে আরও ৪ সপ্তাহের সময় দিয়েছেন আদালত।
আদালতে দেশীয় ও বিদেশি ওয়েব সিরিজের অশ্লীল কনটেন্ট শুনানিতে তুলে ধরেন আইনজীবী।
এর আগে আরেকটি ভার্চুয়াল বেঞ্চ ইন্টারনেটে থাকা ওয়েব সিরিজগুলো থেকে অশ্লীল অংশ এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে ১৫ জুলাই নির্দেশ দিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ