গাজীপুর মহানগরীর সালনা এলাকায় মাটিবাহী ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগিবাহী একটি পিকআপের উপর পড়ে চালকসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর থানার ফরিদপুর গ্রামের ইসলাম উদ্দিন মোল্লার ছেলে পিকআপচালক আরিফুল ইসলাম (২০) ও তার সহকারী গাজীপুর মহানগরের গাছা থানার উজাড়পাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৮)।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ২টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে মুরগিবাহী একটি পিকআপকে মাটিবাহী একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিবাহী ট্রাকটি পিকআপের উপর পড়ে যায়। এতে পিকআপের চালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল মারা যান। আহত সেলিম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, দুর্ঘটনায় মুরগিবাহী পিকআপের চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই