বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।
সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক গণমাধ্যমকে বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”
৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য। সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
জানা গেছে, “শহীদুজ্জামান সরকারের জ্বর হওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন।”
শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার সহকর্মী ওই সংসদ সদস্য।
স্বাস্থ্য অধিদফতরের শুক্রবারের (১ মে) সর্বশেষ হেলথ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ২৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছেন ৫৭১ জন। মারা গেছেন ১৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। এছাড়া সুস্থ হয়েছেন ১৭৪ জন। যার ১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
ভিন্নবার্তা/এমএসআই