করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার এক টুইটবার্তায় নিজেই জানিয়েছেন, তার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।
গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন প্রণব মুখার্জি। আর করোনা পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন তিনি।
প্রণব জানান, অন্য একটি চিকিত্সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের কাছে অনুরোধ করছি যেন তারা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।
গত সপ্তাহে কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ভিন্নবার্তা/এসআর