মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। বাকি ছিল শুধু পার্বত্য জেলা রাঙামাটি।
কিন্তু আজ (বুধবার) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, রাঙামাটিতে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছ। এর মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।
বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
ভিন্নবার্তা/এমএসআই