ঈদুল আজহা উপলক্ষে আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কম মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। আজ সোমবার থেকে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে চালু হয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।
আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির যুগ্ম পরিচালক ও তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি বলেন, সোমবার টিসিবির কোনো ট্রাক সেল বের হচ্ছে না। ঈদের কারণে ২৬শে তারিখ পর্যন্ত বন্ধ থাকছে। এ কার্যক্রম চলতি মাসের ২৯ তারিখে পুরোদমে বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় তা ২৬শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ ২৬ জুলাই শুরু হয়ে আবারও টানা একমাস টিসিবির বিক্রি কার্যক্রম চলবে বলে জানান তিনি।
করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে সারা দেশে ৫ জুলাই থেকে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।।
ভিন্নবার্তা/এমএসআই