1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উরুতে প্রেমিকের নামের অক্ষরের চেন নিয়ে গ্র্যামির মঞ্চে টেলর সুইফট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:২৯ pm

ওয়েস্টার্ন মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফট। ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। বাণিজ্যিক ভাবেও অত্যন্ত সফল তিনি।

তবে ৬৭তম গ্র্যামির মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তবে ৩৫ বছর বয়সী এই গায়িকা হার নিয়ে বিন্দুমাত্র হতাশ ছিলেন না। বরং তিনি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম অ্যারেনাতে দর্শকদের মাঝে বসে জয়ী ও পারফর্মারদের সঙ্গে হইচই করে অনুষ্ঠান উপভোগ করেন।

বরাবরই গায়িকার পোশাক নিয়ে চর্চা হয়। এর আগে তিনি ছক ভেঙে কনের বেশে সাদা গাউনে স্টেজে হাজির হয়েছিলেন। এবার তার পরনে ছিল টুকটুকে লাল রঙের ওয়ান শোলডার মিনি ড্রেস। তবে নজর কেড়েছে ড্রেসের শেষ বরাবর উরু থেকে ঝুলে থাকা চেন আর ইংরেজি অক্ষর ‘টি’।

আলোচনা শুরু হয়েছে গায়িকার টি অক্ষর দেওয়া চেন আসলে তার প্রেমিক ট্রাভিস কেলসকে মনে রেখেই পরা। যদিও এ ব্যাপারে টেলর নিজে কিছু বলেননি। তবে গায়িকার অনুগামীদের বিশ্বাস এই স্টাইল স্টেটমেন্ট আসলে ট্রেভিসের প্রতি টেলরের ‘ট্রিবিউ’।

২০২৩ সাল নাগাদ কাছাকাছি আসেন টেলর-ট্রাভিস। তারপর থেকেই বেড়েছে ঘনিষ্ঠতা। দিনে দিনে সবার আলোচনার ‘টপিক’ হয়ে ওঠেন পপস্টার-এনএফএল তারকা জুটি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

মাসিক আর্কাইভ