নীলফামারী : আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সৈয়দপুরে শুরু হলো নির্বাচনী উৎসব।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, অনলাইনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের রাজনৈতিক পরিচয় থাকলেও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আজমল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা ফিরোজ, বিএনপি দলীয় সাবেক এমপি ও সাবেক পৌর মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকারের পুত্র সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা, জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীন, জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ফয়সাল দিদার দিপু ।
ভিন্নবার্তা ডটকম/এন