নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পরে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ১১টা ৬ মিনিটের ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ১২ ইউনিট কাজ করেছে। ভবনটির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের বেগ খুব একটা বেশি নয়। তবে যেহেতু গুরুত্বপূর্ণ ভবন সেজন্য ১২টি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএম/শিরোনাম বিডি