1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১ ৭:০৮ pm

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহতের নাম হুসাম আবু হারবীদ। সোমবার (১৭ মে) আল-জাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বোমা হামলা চালিয়ে হুসাম আবু হারবীদ নামে কমান্ডারকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের সাধারণ নাগরিকদের হত্যার উদ্দেশে একাধিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন হারবীদ। তাই ওই পরিকল্পনা নষ্ট করতেই হামলা চলানো হয়েছে।

এক সপ্তাহের আগে শুরু হওয়া ইসরায়েল- ফিলিস্তিন সহিংসতা সোমবারও (১৭ মে) অব্যাহত রয়েছে।

১০ মে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫৮ শিশুসহ ১৯৮ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে এক হাজার তিনশ’ মানুষ। ইসরায়েলে ২ শিশুসহ ১০ জন নিহত হন।

চলমান এ সহিংসতা থামাতে রোববার (১৬ মে) জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে বসেছিল। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বন্ধের আহ্বান সংবলিত ঘোষণা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তৃতীয় বৈঠকটিও ব্যর্থ হয়েছে। এর আগে রুদ্ধদ্বার দুটি বৈঠকও ব্যর্থ হয়। সর্বশেষ বৈঠকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে মানুষকে জীবিত ও মৃত উদ্ধারে ইসরায়েলের সঙ্গে সাময়িক অনুমতির চুক্তিতেও পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




মাসিক আর্কাইভ