উপজেলা প্রতিবেদক (সাভার) সাভারের আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকায় একটি সুতার গোডাউনে অগ্নিকান্ডের দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০.২০ মিনিটের দিকে শিমুলতলা বাস ভাই ভাই এন্টার প্রাইজ নামের একটি সুতার গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গোডাউনের মালিক জামান মীর বলেন, সকালে করেই তার গোডাউন থেকে ধোয়ার কুন্ডলী বের হতে দেখে তাকে খবর দেয় স্থানীয়রা। পরে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে সেখানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। এছাড়া ১০ টা টিনের কক্ষ পুড়ে যাওয়ায় তার প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সুতার গোডাউনে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তবে আগুনের তীব্রতা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এরপর ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা।
আইআই/ শিরোনামবিডি