আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য আটক
উপজেলা প্রতিবেদক, সাভার

সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই আজ রাতে তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এএস/শিরোনাম বিডি