গায়ের জোরে মোড়ল সাজে
বকে কতো ভুল
সমাজ জুড়ে অশান্তি আজ
এরাই হোতা মূল।
আচার বিচার তারাই করে
দেয়না ভালোর দাম
মন্দ কামের দোসর এরা
করে মন্দ কাম।
সমাজ সেবার নামে নেতা
মাথায় পড়ে তাজ
লোক দেখাতে মুখ বাঁচাতে
নেই তো এদের লাজ।
জেনে শুনে ভুল করিলে
মানুষ সেতো নয়
সমাজ টাকে বদলে দিতে
মানুষ হতে হয়।
জাগলে তুমি জাগবে সমাজ
দেখবে আলোর মুখ
ভালো মানুষ গড়বে সমাজ
আনতে সমাজ সুখ।
ভিন্নবার্তা ডটকম/এন