নীলফামারীর কিশোরগঞ্জে একটি স্কুলের মাঠে আমগাছের উচু ডালে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ এপ্রিল বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। উদ্ধারকৃত নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা কলেজ এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে। বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে তার লাশ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে তুমুল তোলপাড় চলছে।
পুলিশ জানায়, উপজেলার ছিট রাজিব বাংলা বাজার এলাকায় একটি স্কুলের মাঠে আমগাছের উচু ডালে ঝুলন্ত লাশ দেখে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে নিহতের বড় ভাই রফিকুল বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে। নিহতের পরিবারের মন্তব্য হচ্ছে শফিকুল ইসলাম মানসিকতা রোগী ছিলো। একারণে সে হয়তো আত্মহত্যা করেছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ এটা আত্মহত্যা নয় বরং তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তোলপাড় চলছে।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম আনিস জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নামিয়ে থানায় নিয়ে যায়। পরে জানা যায় লাশটি সদর ইউনিয়নের কেশবা কলেজ এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলের।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম আনিসের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মোডেম রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
ভিন্নবার্তা/এমএসআই