চরফ্যাশনের বেতুয়া সংলগ্ন মেঘনায় ২১ মাঝি-মাল্লা সহ একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, আজ ২০ মে সকাল সাড়ে ১১টায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
মেঘনায় অপর ৪টি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার ও ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধারের ৩/৪ ঘণ্টাচেষ্টা করেও ট্রলার ও জেলেদের উদ্ধার করা সম্ভব হয় নি।
চরফ্যাশনের চরমাদ্রাজের নতুন স্লুইস ঘাটের ব্যবসায়ী রাজিব জানায়, ডুবে যাওয়া ট্রলারটি কালকিনি এলাকার হবে। কিন্তু ট্রলার মালিকের নাম তিনি জানাতে পারেন নি।
ভিন্নবার্তা ডটকম/এনএ