চোখের তারায় স্বপ্ন ভাসে,,,
মনের ঘরেতে গান!
সোনার বাংলার অপরুপ রুপে
ভরে যায় মন প্রাণ।
ভোরের আকাশে শুকতারাটা
যখন লুকোয় মুখ!
সূর্যটা খোঁজে বাংলার ক্ষেত
হাতড়ে মাটির বুক,,,
দক্ষিণা বাতাসে ধুলো উড়া পথে,,
পথিকের পা চলে!
বাউলি কেটে হাওয়ায় নুয়েছে
ধান গাছ ছলেবলে,,,
রাত নামলেই চাঁদের উঁকি
বাঁশবাগানের কোলে!
হুতুম প্যাঁচার হুমহামেতে,,,
ঠাম্মির,,,রুপকথা ঘরে চলে।
পুকুরে খেলেছে কতশত ঢেউ
বাঁশপাতারা ভাসে!
বাঁশী পিপড়ের ডিঙি যে সেটা!
মাছেরা মুচকি হাসে।
রোদেলা দুপুরে উদাসী হাওয়ায়
মাদুর পেতে ঘুম!
গাছেরা বলে ঘুমাও সোনা
চোখেতে দিলুম চুম,,,
আমার বাংলার কতশত রুপ
যত বারবার দেখি!
চোখ ভেসে যায় কত না আবেগে
বাঙালি,,, আমিই যে চিরসুখী।