1. [email protected] : admin : admin
  2. [email protected] : Rumana Jaman : Rumana Jaman
  3. [email protected] : Saidul Islam : Saidul Islam
  4. [email protected] : admin : jashim sarkar
  5. [email protected] : admin_naim :
  6. [email protected] : admin_pial :

‘আমার জীবনের আলো রণবীর’- ইনস্টা ভিডিওতে আলিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ৪:৫৯ pm

এপ্রিলে বিয়ে, আর তার পরপরই মা হওয়ার সুখবর শুনিয়েছেন আলিয়া। তাই মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি ‘রণলিয়া’ জুটির। এমনকি দুজনেই ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে একসঙ্গে সেভাবে সময় কাটাতেও পারেননি। হলিউডের ছবির শুটিংয়ে ভাটকন্যা ছিলেন লন্ডনে, আর রণবীর মুম্বাইয়ে ‘শামসেরা’র প্রচারে ব্যস্ত ছিলেন।

তবে ‘হানিমুন’ নাই বা হলো ‘বেবিমুন’ তো হতেই পারে। আর তাই কাজের ব্যস্ততা ভুলে ইতালিতে ‘বেবিমুন’-এ উড়ে গিয়েছেন তারকা দম্পতি। সেখানেই একান্তে সময় কাটাচ্ছেন কাপুর বাড়ির নবদম্পতি।

বেড়াতে গিয়ে বেশ খোশমেজাজেই রয়েছেন রণবীর-আলিয়া। ইতালির মনোরম আবহাওয়া, ঝলমলে রৌদ্রজ্জ্বল খোলা আকাশের নিচে আলিয়ার ফোনের লেন্সে বন্দি হলেন রণবীর। রিসর্টের সামনে পাঁচিলের ওপর বসে ‘ব্রহ্মাস্ত্র’-র ‘দেবাদেবা’ গানে হাত তুলে নাচতে দেখা গেল ‘শিবা’কে। হ্যাঁ, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের চরিত্রের নামটি ‘শিবা’। নীর শার্ট, জিন্স আর চোখে রোদচশমা- এভাবেই দেখা গেল অভিনেতাকে। রণবীর সোশাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করেন না, অগত্য ভিডিওটি আলিয়াই হবু বাবার হাসিখুশি মুহূর্তটি নিজের ইনস্টা হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশানে লিখেছেন, ‘আমার জীবনের আলো’।

এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভালোবাসা জানিয়েছেন আলিয়ার ননদ ঋদ্ধিমা কাপুর সাহানি। আলিয়ার মা সোনা রাজদান লিখেছেন, ‘ওহ’ সঙ্গে এঁকে দিয়েছেন একাধিক লাভ ইমোজি। সোনম লিখেছেন, ‘আমিও বেবিমুনে ওখানেই গিয়েছিলাম, সত্যিই সেরা জায়গা, উপভোগ করো।’ কমেন্ট করেছেন ‘রণলিয়া’ জুটির অনুরাগীরাও।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘দেবা দেবা’ গানটি এর মধ্যেই মুক্তি পেয়েছে। এই ছবির আরো একটি গান ‘কেশরিয়া’ মন কেড়েছে সিনেমাপ্রেমীদের। ‘ব্রহ্মাস্ত্র’-ই রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি। এই ছবিতে রণবীর, আলিয়া ছাড়াও দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়সহ আরো অনেক তারকাকে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি।

সম্প্রতি মুক্তি পাওয়া রণবীরের ‘শামসেরা’ ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। সে কারণে মন ভেঙেছে রণবীর অনুরাগীদের। যদিও আবার আলিয়ার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডার্লিং’ অবশ্য দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। বলিউডের ছবি ছাড়াও খুব শিগগিরই ‘হার্ট অব স্টোন’-এ দেখা যাবে আলিয়া ভাটকে। সূত্র : ২৪ ঘণ্টা
ভিন্নবার্তা ডটকম/এনআরো
মাসিক আর্কাইভ