আমাকে বলো না তোমার
সকল গোপন কথা
আমি ফাঁস করে দেব
সকলের কাছে
আপন অভিলাষে।
বিলাসী এই ঝুঁকি নিতে
পরোয়া করো যদি
গোপন রেখো তোমার
গোপন কথাটি
আমাকে বলো না।
আমাকে বলো না তুমি
একদিন ভেতরে তোমার
নিখাদ ভালোবাসা বাসা বেঁধেছিল
আমাকে জড়িয়ে রাখার
গোপন অভিলাষ
আমি বলে দিতে পারি
সবাইকে
যখন তখন।
তাই বলো না তুমি
তোমার গোপন কথাটি।