গোসাইরহাট শরীয়তপুর।
আজ হারিয়ে যাবারদিন নয়,
আজ তুমি আছো,
আজ একটা কথা বলার নয়,
হৃদয় দেহে শুধুই তোমাকে ভালোবাসায় জড়ানো দিন।
আজ অভিমানের দিন নয়,
তুমি আছো আমার পাঁজরে –
খুব যত্নে তোমায় রেখেছি,
এই ভাঙা মনের অন্তরায়।
রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবি,
তারা গুলোকে দূর থেকে যেমন প্রতিটা মানুষ ভালোবাসে,
আমিও না হয় তোমাকে-
দূর থেকে খুব অঙ্গ অনুভবে ভালোবাসবো।
“ভালো” তো সবাই বাসে
তবে মনে রাখে কয়জন
অঙ্গ গোপনে প্রেম কষে
দেখো আমার মত করে
তোমাকে কেউ মনে রাখবে না।
আজ দূরে রাখার দিন নয়
শুধুই তোমাকে ভালোবাসি
অনুভূতির নগ্নতায় বুকেই
রাখি তোমাকে আজীবন।