ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে অভ্যর্থনা উপকমিটির সভা ডাকা হয়েছে রবিবার (১ ডিসেম্বর)।
আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করবেন অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব দীপু মনি ।
এনআই/শিরোনাম বিডি