চুপকে চুপকে রাতদিন
চুপকে চুপকে রাতদিন।
শাহেদ মিয়া
লজ্জা নিয়া,
বলছে মুখে
আছি দুখে।
একটু তলায় হাত দিন
একটু তলায় হাত দিন।
কারা যুক্ত
নিতো মুক্তো,
কারা কাঁচা
মোহর শুঁকতো।
বোতল নিতো সাতদিন
বোতল নিতো সাতদিন।
খেয়ে ধরা
হলাম মরা,
লাগছে খিদে
ব্যথা হৃদে।
গরম গরম ভাত দিন
নরম নরম ভাত দিন।
লেখক: কবি ও বিশিষ্ট ছড়াকার।