সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে মোহাম্মদ হোসেনকে আইন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ প্রশাসন শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কে মোহাম্মদ হোসেনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন মাস মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তিনি সচিবের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন