প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বর্তমানে বাসায় আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
মঙ্গলবার রিজভীর খোঁজ-খবর নিতে রাজধানীতে শ্যামলীর আদাবরে তার বাসভবনে যান মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এর আগে গত ১৬ মে রিজভীর বাসায় তার খোঁজ নিতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ভিন্নবার্তা ডটকম/এন