পাছে লোকের ভয় তোমায় নিয়ে লিখবো না!
এমন ভীতু আমি নই, কথা দিয়েছি
তোমায় নিয়ে প্রেমের কবিতা লিখবো, লিখবোই
প্রেম হলো দুরন্তপনার এক অমিয় খেলা
খেলাটা শুরু করার নিয়ম আছে
কিন্তু চলে আপেক্ষিক সময় ধরে; ধরো
তোমায় দৌঁড়ে ছুঁতে চাইলে, আমাকে
দিগন্তের ঐ আকাশটার সীমানায় পৌঁছাতে হবে।
অনেক দিন তুমি কথা দিয়ে আসতে পারো’নি
আমি মোটেও দুঃখকষ্ট পাই’নি,
ফিরে এসেছি দিগন্তকে পিছনে রেখে
পাহাড়ের মতো স্থৈর্য থাকলে প্রেমিক হওয়া যায়;
আমি আকাশ ছোঁয়ার আগে চাঁদ স্পর্শ করেছি
বিশ্বাস করো চাঁদে কোন কলঙ্কের দাগ নেই
এটা মানুষের ভ্রান্ত ধারণা, এবং নিশ্চিত জেনো-
পৃথিবীতে কোন প্রেমিকের মনে কালোদাগ নেই।
তাই এই আমি বলছি, আমি তোমায় ভালোবাসি
এবং আমি লিখছি তোমায় নিয়ে প্রেমের কবিতা
ফুলের পাপড়ির মতো তুলতুলে তোমার কপোল
উত্তাল সমুদ্রের ঢেউ তোমার অঙ্গসৌষ্ঠব জুড়ে
শ্রাবণের মেঘ সে-তো ঐ দিঘল কালো চুল
নুপুরের রিনিঝিনি যেনো খৈয়াছড়ার ঝর্ণা রাণী
নিঃশ্বাসে জেগে ওঠে কবোষ্ণ বাসনার উন্মাদনা
অতঃপর কাব্যকলার উপমায় খুঁজে পাই তোমায়।
ভিন্নবার্তা ডটকম/এন