তবুও বেঁচে থাকা
জলের ছবি আঁকা
তবুও বাঁধি গান
সুরের ঐক্যতান,
তবুও ভোর হয়
দিনের আলো ফোঁটে
তবুও বেদনায় মন
পেছন পানে ছোটে,
তবুও পথ চলা
নতুন দিনের আশে
তবুও শব্দ বুনন
ঝলমলিয়ে হাসে,
তবুও দাঁড়িয়ে থাকা
চেনা পথের বাঁকে
তবুও কাটুক জীবন
দুঃখ ভোলার ফাঁকে,
তবুও ছুটছে তরী
দোলে নিরধি মাঝে
তবুও নোঙর ফেলে
হলদে রাঙা সাঁঝে৷