দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল এই জুটিকে নিয়ে। বলিউডের অন্যতম মহারথী আমির খান ও মেধাবী অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে দ্বিধাবিভক্তি থাকলেও বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি আমির কিংবা ফাতিমা। তবে সম্প্রতি দুজনের একটি ভিডিও ভাইরাল হওয়ায় সেই গুঞ্জনে নতুন করে বাতাস লেগেছে।
শোনা যাচ্ছে, দীর্ঘদিন ডেটিং করার পর ফাতিমাকেই তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চলেছেন আমির।
এবার গুঞ্জনকে আরো উস্কে দিলেন নিজেকে ফিল্ম সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করা কমল আর খান! বৃহস্পতিবার (২৫ মে) কমল এক টুইটের মধ্য়ে দিয়েই ফাতিমা ও আমিরের বিয়ের খবর রটিয়ে দেন।
কমল নিজের টুইট বার্তায় লেখেন, “ফাতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ সিনেমার শুটিংয়ের সময় থেকে ফাতিমাকে ডেট করছেন আমির।