
অপূর্ব খুব কৃপণ স্বভাবের। প্রতি পদে পদে হিসাব করে চলে। এক টাকা বাড়তি খরচ হলে অস্থির হয়ে যায় সে। আর মেহজাবিন বারবার ফেল করা মেধাহীন মেয়ে। মোটা ফ্রেমের চশমা পরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়।
একদিন অপূর্ব’র গাড়ির সঙ্গে লেগে তার সাইকেলের চাকা নষ্ট হয়ে যায়। এ নিয়ে দু’জনার মধ্যে প্রচণ্ড ঝগড়া বাধে। মেহজাবিন বুঝতে পারে অপূর্ব কৃপণ স্বাভাবের লোক। এরপর থেকে সে অপূর্ব’র টাকা কীভাবে খরচ করানো যায়, সেই ফন্দি করে।
এমনই এক গল্প নিয়ে এগিয়েছে ‘ক্যান্ডি ক্রাশ’ টেলিছবির গল্প। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। টেলিছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন চৌধুরী।
নির্মাতা জানান, নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৮টায় ‘ক্যান্ডি ক্রাশ’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
ভিন্নবার্তা ডটকম/এন