কল্যাণী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, কবি সংগঠন অনুপ্রাস নারায়ণগঞ্জের সভাপতি, যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার উপদেষ্টা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত অধ্যাপক ডা. জিএম জাব্বার চিশতী আর নেই।
শনিবার রাতে তিনি নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক জাব্বার চিশতী কল্যাণী নামে একটি সেবা সংস্থা গঠন করে চার দশক আর্তমানবতার সেবা করেছেন।
কবি ও ছড়াকার হিসেবে ঢাকা ও নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গনে তিনি বেশ সুনাম অর্জন করেন।
রোববার বাদ জোহর জানাজা শেষে মাসদাইর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। বন্দর স্বজন সমাবেশসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস