যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন আসছে অক্টোবরের মাঝামাঝিতে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। মঙ্গলবার বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা উগুর সাহিন সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
উগুর সাহিন বলেন, আমাদের ভ্যাকসিনটির কার্যকারিতার বিষয়ে খুব শিগগিরই জানা যাবে। আসছে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরুর দিকেই এটি ব্যবহারে জন্য অনুমতি পাওয়া যাবে। করোনার বিরুদ্ধে এই টিকাটি এখন পর্যন্ত সফল।
তিনি আরও বলেন, ভ্যাকসিনটি তরুণ ও বয়স্কদের শরীরে করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও তা এক থেকে দু’দিনের মধ্যে চলে যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ